হোয়াইট হাউস নিয়ে থ্রিলার লিখছেন বিল ক্লিনটন

প্রথম ‘ফার্স্ট জেন্টল’ হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্ত্রী হিলারি ক্লিনটন নির্বাচনে হেরে যাওয়ায় সে স্বপ্ন পূরণ হল না। তবে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার লেখক পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছেন তিনি। সাদামাটা আত্মজীবনী কিংবা প্রবন্ধের বইয়ের লেখক নয়, রহস্য-রোমাঞ্চে পূর্ণ রীতিমতো উপন্যাস রচনা করছেন দুই বারের এই প্রেসিডেন্ট। সোমবার তার প্রকাশক এ খবর জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন লেখক জেমস প্যাটারসনের সঙ্গে যৌথভাবে এ থ্রিলার লিখবেন বিল ক্লিনটন। বইটির নাম হবে ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। ২০১৮ সালের জুনে বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। প্রকাশক হিসেবে রয়েছে আলফ্রেড এ নফ অ্যান্ড লিটল ও ব্রাউন অ্যান্ড কোম্পানি। প্রকাশকরা বলেছেন, ‘বইটি ক্ষমতার সর্বোচ্চ স্তরে পর্দার পেছনে কী ধরনের ঘটনা ঘটে এবং সেই বিষয়ক রোমাঞ্চ ও টান টান উত্তেজনার কথা পাঠকদের জানাবে। শুধু প্রেসিডেন্টরা জানেন এমন কিছু প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারবেন পাঠকরা।’ ৭০ বছর বয়সী ক্লিনটনের লেখক পরিচয় এবারই প্রথম নয়।
২০০৪ সালে ‘মাই লাইফ’ নামে একটি আত্মজীবনী লিখেছিলেন তিনি। ওই বছর বেস্টসেলার হয়েছিল বইটি। এবারের থ্রিলারের মূল লেখক জেমস প্যাটারসন যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। ফোর্বসের বিচারে অন্যতম ধনী লেখক তিনি। তার লেখা ‘কিস দ্য গার্লস’ ও ‘অ্যালং কেম এ স্পাইডার’ লাখ লাখ কপি বিক্রি হয়েছে। এমনকি বই বিক্রির ক্ষেত্রে বিশ্ব রেকর্ডও আছে তার। নিউইয়র্ক টাইমসের করা সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় জেমসের লেখা কয়েকটি বই আছে। সাবেক প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি বলেছেন, এটি তার জীবনের ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ ঘটনা। জেমস বলেন, ‘বিলের অভিজ্ঞতা খুব কাজে দেবে। গল্প বলাই আমার কাজ। সাবেক প্রেসিডেন্টের অন্তর্দৃষ্টি একে আরও আকর্ষণীয় করবে। উপন্যাস লেখার ব্যাপারে বিল ক্লিনটন বলেন, ‘জিমের (জেমস প্যাটারসন) সঙ্গে কাজ করাটা দারুণ হবে। বইটি একজন বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে লেখা হচ্ছে। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের জীবনাচরণ ও কাজ সম্পর্কে আমি যতটুকু জানি, সেগুলোই লিখব। কিভাবে কাজ হয়, সে ব্যাপারে পাঠকরা একটি ধারণা পাবেন। এটি খুব মজার কাজ হবে।’

No comments

Powered by Blogger.