আল্লামা শফীর সঙ্গে বিএনপি নেতা মীর নাছিরের বৈঠক

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আল্লামা আহমদ শফীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে হেফাজত ইসলামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বৈঠক শেষে মীর নাছির বলেন, 'বৈঠকে হেফাজত আমির আল্লামা আহমদ শফী বলেছেন- ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের স্লোগান তোলা হচ্ছে, জঙ্গিবাদ ও ইসলাম এক সঙ্গে চলতে পারে না। আমরা যারা ইসলামপন্থী এবং ইসলামের প্রতি যার দরদ আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটাকে রুখতে হবে।'
এসময় উপস্থিত ছিলেন- হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও আহমদ শফীর ছেলে আনাস মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, সদস্য সচিব সোলাইমান মনজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন আলী, শ্রমিক দল নেতা জসিম, দিদারুর আলম, জাহাংগির আলম, পৌরসভা যুবদল নেতা আবদুর মন্নান দৌলত, আবু সাইদ, সোহেল সিদ্দিকী, ফোরকান বাচ্চু, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ হাছান প্রমুখ। পরে দেশ, জাতি ও জনগণের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

No comments

Powered by Blogger.