মিরসরাইয়ে ভারতীয় শাড়ি উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোর ৪টা দিকে উপজেলার সীমান্তবর্তি করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকার একটি বাড়ি থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ি ফেনী জয়লস্কর বিজিবি ব্যাটেলিয়নে পাঠানো হয়েছে। তবে ২০ বস্তায় কত পিছ শাড়ি রয়েছে তা এখনো গননা করা হয়নি। বিজিবির অলিনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পশ্চিম অলিনগর এলাকার প্রবাসী জয়নাল আবেদীন বাড়ির আঙিনা থেকে শাড়িগুলো উদ্ধার করেছি।
তবে শাড়িগুলো কে রেখে গেছে এই বিষয়ে কিছু বলতে পারেনি ওই বাড়ির মালিক। আমরা এখন শাড়ি পাচারের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। স্থানীয় এক আওয়ামীলীগ নেতা সহ কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। জানা গেছে, উদ্ধারকৃত শাড়িগুলো স্থানীয় আওয়ামীলীগ নেতা শফি মেম্বার পাচারের উদ্যোশ্যে রেখেছিলো। শফি মেম্বার ওই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতো। উল্লেখ্য, করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকা বাংলাদেশ ভারত-সীমান্ত এলাকা হওয়ায় প্রতিনিয়ত ভারতীয়, শাড়ি, মাদকদ্রব্য সহ বিভিন্ন পণ্য পাচার হচ্ছে।

No comments

Powered by Blogger.