চীনের সাবমেরিন ‘কন্ট্রোল’ করতে ভারতের সাথে হাত মেলাচ্ছে আমেরিকা


ভারত মহাসাগরে ক্রমশ নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে চীন। শুক্রবার ভারতের মিলিটারি অফিসারদের সাথে বৈঠকে এমনটাই বললেন মার্কিন পেসিফিক ফ্লিট কমান্ডার অ্যাডমিরাল স্কট সুইফট। মার্কিন সেনা অফিসার জানান, ভারত মহাসাগরে চীনের উপস্থিতি নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। ওই অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখতে কি করা উচিৎ, তা নিয়ে আলোচনা করতেই মুখোমুখি হয়েছিল ভারত ও আমেরিকা। আমেরিকার দাবি, চীন ওই এলাকায় উত্তেজনা তৈরি করছে। চীন ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রজেক্টের নামে কি করতে চাইছে তা নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা।
চীনের উদ্দেশ্য স্পষ্ট নয় বলেও অভিযোগ তুলেছেন মার্কিন অফিসার। চলতি বছরের শুরুরে মার্কিন পেসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস বলেন, ভারত চুক্তিতে সই করলে ভারত মহাসাগরে যৌথভাবে চীনা সাবমেরিনের উপর নজরদারি চালাবে ভারত ও আমেরিকা। শিগগিরই মালাবাদ এক্সারসাইজে অংশ নেবে দুই দেশ। সেই বিষয়েও কথা বলেন সুইফট। আগামী জুলাই মাসে বঙ্গোপসাগরে হওয়ার কথা বিশেষ মহড়া ‘মালাবার এক্সারসাইজ’। এবছর অস্ট্রেলিয়া এই মহড়ায় যোগ দিতে চাওয়ায়, বিশেষ গুরুত্ব পেয়েছে মালাবার এক্সারসাইজ। সুইফট জানান, এবারের মহড়ায় থাকবে ASW (anti-submarine warfare)। সমুদ্রে চীন ক্রমশ ক্ষমতা বাড়াচ্ছে বলে দাবি করে মার্কিন নেভি অফিসার বলেন, চীনের সাবমেরিনের উপর নজরদারি চালাতে বিশেষ মহড়া করা হবে।

No comments

Powered by Blogger.