নয়াদিল্লীতে গ্যাস লিকের কারণে ৪০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

ভারতের রাজধানী নয়াদিল্লীর একটি সরকারি বিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো শতাধিক শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যালয়ের কাছের একটি স্থানে রাখা কন্টেইনার ছিদ্র হয়ে গ্যাস নির্গত হওয়ার পর এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং শরীর চুলকাচ্ছে শিক্ষার্থীরা এমন অভিযোগ করার পর স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে তৎপর হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্য চায়। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ঘটনা পর্যবেক্ষণ করা পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘এখানে সকলে নিরাপদে আছে। আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা চোখ ও গলা চুলকানোর কথা জানায়। স্কুলের কাছের একটি কন্টেইনার থেকে গ্যাস নির্গত হওয়ায় এটি ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। কর্তৃপক্ষ গ্যাস নির্গত হওয়া নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের পাঠিয়েছে।

No comments

Powered by Blogger.