শুরু হলো প্রথম আলো নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘প্রথম আলো ১২তম নাফিয়া গাজী আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০১৭’। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬০টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদ (ডিইউডিএস)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী নাফিয়া গাজী ১৯৯১ সালের ২৯ মার্চ রাজধানীর মৌচাক মার্কেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি একজন বিতার্কিক ছিলেন। তাঁর স্মরণে ডিইউডিএস নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতা চালু করে। প্রতি দুবছর পরপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের ১২তম আসরে আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে প্রথম আলো।
গতকাল সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউডিএসের মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, ‘দুঃখজনকভাবে আমরা নাফিয়া গাজীর মতো একজন মেধাবী বিতার্কিককে হারিয়েছি। যে কতিপয় বিতার্কিক বিতর্ককে ভালোবেসে এর চর্চায় যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে নাফিয়া গাজী একজন।’ প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরা প্রতিবছর এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পারলে আনন্দিত বোধ করব।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউডিএসের সভাপতি রায়হান শানন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল কবির। গতকাল বিতর্কের প্রথম পর্ব শেষ হয়েছে। ১১ ও ১২ মে পরবর্তী পর্বগুলো হবে।

No comments

Powered by Blogger.