ফ্রান্সের নির্বাচনেও হ্যাকারদের হানা

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনেও হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে। প্রথম দফা নির্বাচনে এগিয়ে থাকা ইমানুয়েল ম্যাক্রোঁর প্রচারণা শিবির শুক্রবার এ অভিযোগ করেছে। তাদের দাবি, প্রায় ৯ গিগাবাইটের মতো ই-মেইল ও অন্যান্য নথি হ্যাক করে অনলাইনে প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির। প্রচারণাকে ক্ষতিগ্রস্ত করতেই এসব ই-মেইল ফাঁস করা হয়েছে বলে দাবি ম্যাক্রোঁর প্রচারণা শিবিরের। শুক্রবার রাতে বেনামি ডকুমেন্ট শেয়ারিং সাইট পাস্তেবিনে 'ই-মেইললিকস' নামের এক প্রোফাইলে প্রায় ৯ গিগাবাইট তথ্য পোস্ট করা হয়। কারা এসব তথ্য পোস্ট করেছে এবং এগুলোর সবগুলোই আসল কি-না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এসব ই-মেইল ফাঁসের নিন্দা জানিয়েছেন প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁ।
এক বিবৃতিতে ম্যাক্রোঁর রাজনৈতিক আন্দোলন 'এগিয়ে যাও' বলেছে, 'আজ (শুক্রবার) সন্ধ্যায় 'এগিয়ে যাও!' আন্দোলন একটি ব্যাপক এবং সমন্বিত হ্যাকিংয়ের শিকার হয়েছে। এতে বহু অভ্যন্তরীণ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।' আগামীকাল রোববার চূড়ান্ত পর্বের ভোটের মাত্র একদিন আগে এই অভিযোগ উঠল। গত ২৩ এপ্রিল প্রথম পর্বের ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লি পেন থেকে অনেকটা এগিয়ে ছিলেন মধ্যপন্থি প্রার্থী ম্যাক্রোঁ। এর আগে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট পার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরের ই-মেইল ফাঁস হ্যাক করা হয়েছিল। তখন মার্কিন প্রশাসন ও ডেমোক্র্যাট শিবির দাবি করেছিল, এই হ্যাকিংয়ের সঙ্গে রুশ হ্যাকাররা জড়িত। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অভিযোগ অস্বীকার করেছে।

No comments

Powered by Blogger.