তারেকের শাশুড়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ী সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। নির্দিষ্ট সময়ে দুদককে সম্পদের হিসাব না দেয়ার মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী জানান, দুদকের দেয়া অভিযোগপত্র আদালত আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জানা যায়, ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।
পরে এই নোটিশের বিরুদ্ধে ইকবাল মান্দ বানু আইনী ব্যবস্থা নেন। বিভিন্ন পর্যায় শেষে হাইকোর্ট সম্পদ বিবরণী দাখিলে দুদকের নোটিশ বহাল রাখে। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। ফলে ২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৯ জানুয়ারি এই মামলায় আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

No comments

Powered by Blogger.