জার্মান ফুটবল ক্লাব বরুসিয়ার বাসে বিস্ফোরণ, ম্যাচ বাতিল

জার্মানির শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহনকারী বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দলটির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্তা আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে, বার্তা আশংকামুক্ত। খবর এএফপি, বিবিসি ও গোল ডটকমের। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় বরুসিয়ার মাঠে মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। সেটি খেলতে স্টেডিয়ামে যাওয়ার পথে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ম্যাচটি আজকের মতো বাতিল করা হয়। বুধবার রাতে ফের ম্যাচটি হবে। বরুসিয়ার টুইটার পেজ থেকে এক বার্তায় জানানো হয়, 'খেলোয়াড়েরা নিরাপদে হোটেলে পৌঁছেছে। স্টেডিয়ামেও বিপজ্জনক কিছু নেই।'
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণের আঘাতে বাসটির জানালা ভেঙে গেছে। খবর পেয়ে নর্থ-রাহিন ওয়েস্টফালিয়ার পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। জার্মান পুলিশ নিশ্চিত করেছে, বাসটিতে তিনটি বিস্ফোরণ আঘাত হানে। এতে বাসের বেশ কয়েকটি জানালা সম্পূর্ণ এবং কয়েকটির আংশিক ভেঙে গেছে। তবে কী ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বরুসিয়া ডর্টমুন্ড জার্মান লীগ বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে।

No comments

Powered by Blogger.