যাত্রীবোঝাই কামরা ফেলে চলে গেল ইঞ্জিন

পড়ে রইল বগি, কাপলিং খুলে এগিয়ে গেল ইঞ্জিন। বুধবার সকালে সাত সাকলেই এক্সপ্রেস ট্রেনের কাপলিং খুলে বিপত্তি ঘটে ভারতের কলকাতা স্টেশনে। চলন্ত ট্রেনের কাপলিং খুলে ইঞ্জিন থেকে কামরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রেনটি লাইনচ্যুত হলে বিপদ ঘটতে পারত। গতি কম থাকায় রক্ষা পায় অকাল তখত এক্সপ্রেস। সকালে ৭.৪০ মিনিট নাগাদ কলকাতা স্টেশন থেকে ছাড়ে অকাল তখন এক্সপ্রেস। অদ্যাবধি পরেই ঘটে যায় এই ঘটনা। সবেমাত্র প্লাটফর্মে ছেড়ে গতি বাড়তে শুরু করেছিল ট্রেনটির। তখনই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি।
ইঞ্জিন বেশ খানিক দূর এগিয়ে যায়। পরে ধীরে ধীরে বিশাল ট্রেনটিও দাঁড়িয়ে যায়। এ যাত্রায় লাইনচ্যুত হয়নি ট্রেনটি। ফলে রক্ষা পান যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র বলেন, প্রেসার পাইপ খুলে গিয়েই বিপত্তি ঘটেছে। কী কারণে এই ত্রুটি তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্যার সমাধান করে ইঞ্জিন ও বগিজুড়ে ফের ট্রেনটি কলকাতা স্টেশনে থেকে ছাড়ে ৮টা ২৮-এ।

No comments

Powered by Blogger.