আরো ৩ মামলা স্থগিত চেয়ে আদালতে খালেদা জিয়ার আবেদন

নাশকতার অভিযোগে রাজধানীর  বিভিন্ন থানায় দায়ের আরো  ৩ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেন। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে  আগামীকাল বৃহস্পতিবার খালেদার আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার সাকিব মাহবুব। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার তিনটি মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছ্। এর আগে গত ৯ এপ্রিল খালেদার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার দুই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার দুটি কেন বাতিল ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি আনম বশিরউল্লাহর ডিভিশন বেঞ্চ ওই আদেশ দেন।

No comments

Powered by Blogger.