জার্মানির ফুটবল টিম বাসে বিস্ফোরণ, খেলোয়াড় আহত

চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ খেলতে যাবার পথে জার্মান ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাসে বিস্ফোরণ ঘটেছে। ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে, এ ঘটনায় দলের স্প্যানিশ রক্ষণভাগের খেলোয়াড় মার্ক বার্টা আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি দলের খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে নিজেদের মাঠে যাচ্ছিল। তাদের প্রতিপক্ষ ছিল মোনাকো। ডর্টমুন্ডের সিগনাল ইডুয়ানা পার্কে একটি বার্তা দিয়ে ভক্তদের জানানো হচ্ছে টিম বাসে বিষ্ফোরণের ঘটনা সম্পর্কে। এই বিস্ফোরণের পর ম্যাচটি চব্বিশ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। দলের পক্ষ থেকে জার্মান ভাষায় টুইট করে জানানো হয়েছে, তাদের বাকি খেলোয়াড়েরা নিরাপদে আছে।
মাঠে কিংবা তার আশপাশে আর কোনো বিপদ নেই। পুলিশ জানিয়েছে, টিম বাসটির আশপাশে মোট তিনটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আঘাত এসে লাগে বাসে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিস্ফোরণে বাসটির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে বরুশিয়া ডর্টমুন্ডের অবস্থান বর্তমানে চতুর্থ। আজ রাতে চ্যাম্পিয়ন্স লীগের অন্য একটি ম্যাচে বার্সেলোনা ও ইয়ুভেন্টাসের মুখোমুখি হবার কথা। বার্সেলোনা ক্লাব এক টুইট করে জানিয়েছে তারা মার্ক বার্টা, বরুশিয়া ডর্টমুন্ড ও তাদের ভক্তদের পূর্ণ সমর্থন জানাচ্ছে। সূত্র : বিবিসি

No comments

Powered by Blogger.