'মানবঢালে' সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশের মামলা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর জিপের সামনে এক যুবককে বেঁধে মানবঢাল বানানোর ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্র বলছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপহরণ ও ওই যুবকের জীবন হুমকির অভিযোগ আনা হয়েছে। খবর এনডিটিভির। ইতিমধ্যে সেনাবাহিনী অভ্যন্তরীণভাবে এ ঘটনা তদন্ত করছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পুলিশের কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। গত বৃহস্পতিবার কাশ্মীরে একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে দেখা যায়, ভারতীয় সেনাবাহিনীর জিপের সামনে দড়ি দিয়ে বাঁধা রয়েছে এক যুবক। জিপটি সমানে সামনে ধাবমান। এ সময় এক সেনা সদস্যকে বলতে শোনা যায়,
'যারা পাথর নিক্ষেপ করবে, তারা একই পরিণতি ভোগ করবে।' যুবককে মানবঢাল বানানোর ওই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রবল সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী। সেনাবাহিনীর ন্যাক্কারজনক ঘটনার শিকার ওই যুবকের নাম ফারুক আহমেদ দার। বাদগামের সিতাহরন গ্রামের বাসিন্দা তিনি। ফারুক জানিয়েছেন, তিনি পাথর নিক্ষেপকারী নন। জীবনে কখনও এমন কাজ করেননি। শাল ও কার্পেটে অ্যাম্বড্রয়েরির কাজ করেন তিনি। তদন্তকারীদের ফারুক জানিয়েছেন, তিনি ভোট দিতে বেরিয়েছিলেন। সেখান থেকে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে জওয়ানেরা তাকে আটক করে জিপে বেঁধে প্রায় ১০-১২টি গ্রামে ঘোরায়।

No comments

Powered by Blogger.