‘মারুথা’ আরো দুর্বল হচ্ছে!

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর একথা জানিয়েছে। তাপমাত্রার পূর্বাভাস সম্পর্কে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলেছে, মায়ানমারের উপকূলের অদূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মারুথা’ সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাত ৩টায় (১৭এপ্রিল ২০১৭) স্যান্ডওয়ের নিকট দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
সূত্র : বাসস

No comments

Powered by Blogger.