ফেসবুক লাইভে খুন!

ফেসবুক লাইভে এসে মানুষ খুন করে, এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের পুলিশ বিভাগ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম স্টিভ স্টিফেন্স। তিনি সর্বশেষ রবার্ট গুডউইন নামের ৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে খুন করে ফেসবুকে লাইভ দেখান। পরে তিনি ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেন, যেখানে বলা হয়েছে, এখন পর্যন্ত তিনি ১৩ জনকে হত্যা করেছেন এবং আরও মানুষকে হত্যা করতে চান। ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেছেন, তারা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত, বাদবাকি হত্যাকাণ্ডের বিষয়ে জানা নেই। তিনি জানান, খুনি ব্যক্তিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। একই সঙ্গে সর্বত্র তার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।
ক্লিভল্যান্ডের পুলিশ তাদের ওয়েবসাইটে অভিযুক্ত স্টিফেন্সের একটি ছবি প্রকাশ করে বলেছে ৬ ফুট ১ ইঞ্চি দীর্ঘ এই ব্যক্তি একজন কৃষ্ণাঙ্গ। ধারণা করা হচ্ছে, সাদা অথবা ক্রিম রঙের একটি এসইউভি'র আরোহী তিনি। গুডউইনকে তিনি দৈবচয়নের মাধ্যমে বেছে নিয়ে খুন করেছেন বলে মনে করছে পুলিশ। ফেসবুকে হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার এটাই প্রথম নয়। গত জুন মাসে শিকাগোর রাস্তায় এক ব্যক্তি নিজের ভিডিও সরাসরি সম্প্রচারের সময় গুলিতে নিহত হন।

No comments

Powered by Blogger.