স্টকহোম হামলায় মূল সন্দেহভাজন গ্রেফতার

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ব্যস্ত বিপণিবিতান এলাকায় ট্রাক নিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এক ব্যক্তিকে ঘাতক ট্রাকটির চালক বলে সন্দেহ করছে সুইডেন পুলিশ। শুক্রবার ভিড়ের মধ্য দিয়ে ট্রাক চালিয়ে চারজনকে হত্যা ও ১৫ জনকে আহত করার পর পালিয়ে গিয়েছিল ট্রাকটির চালক। খবর বিবিসির। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ধূসর হুডি পরা এক ব্যক্তির ছবি প্রকাশের পর স্টকহোমের উত্তরাংশ থেকে শুক্রবার একজনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যক্তিই ওই ট্রাক দিয়ে চালানো হামলার সন্দেহভাজন চালক বলে শনিবার জানিয়েছে পুলিশ। পুলিশের মুখপাত্র লারস বাইস্ট্রম বলেন, ‘সন্দেহভাজনকে অভিযুক্ত চালক হিসেবে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে জড়িত আরও কেউ থাকতে পারে, তবে এ মুহূর্তে আমাদের তা জানা নেই।’ সুইডেনের রাষ্ট্রীয় ব্রডকাস্টার এসভিটির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকা দ্বিতীয় আরেক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো। তবে দ্বিতীয় আরেকজনকে গ্রেফতারের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।

No comments

Powered by Blogger.