জয় হত্যাচেষ্টা মামলার প্রতিবেদন ১৫ মে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ১৫ মে নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন নির্ধারণ করেন। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য দিন ছিল।
কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। মামলার সংক্ষিপ্ত এজাহার থেকে জানা যায়, জাসাসের সহসভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র বাস্তবায়নে বিএনপির হাই কমান্ড দেশ ও দেশের বাইরে থেকে অর্থায়ন করেছে। পরে তদন্ত করে ২০১৫ সালের ৪ আগস্ট ডিবির পরিদর্শক ফজলুর রহমান এ বিষয়ে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যা পরে মামলায় রূপান্তরিত হয়। এই মামলায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার হয়ে দুই দফা ১০ দিনের রিমান্ড শেষে পরে উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া কারাগারে থাকা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তিনিও উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

No comments

Powered by Blogger.