কিমকে হত্যার কথা ভাবছে আমেরিকা!

পিয়ংইয়ং’এর কথিত হুমকি মোকাবেলায় কোরিয়া উপদ্বীপে পরমাণু বোমা মোতায়েন বা উত্তর কোরিয়ার নেতা কিম জ-উনকে হত্যার কথা চিন্তা করছে আমেরিকা। মার্কিন নিউজ চ্যানেল এনবিসি’র খবরে এ দাবি করা হয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতার জবাবে বিভিন্ন পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ বা এনএসসি। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় পরমাণু বোমা মোতায়েন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যার কথাও বলা হয়েছে। পরমাণু বোমা মোতায়েন করা হলে শীতল যুদ্ধের পর এই প্রথম এ রকম পদক্ষেপ গ্রহণ করবে আমেরিকা।
এ ছাড়া, প্রায় ২৫ বছর পর কোরিয় উপদ্বীপে আবার পরমাণু বোমা মোতায়েন করা হবে। এদিকে বৃহস্পতিবার পিয়ংইয়ং সংক্রান্ত ওয়েবসাইট ৩৮ নর্থের প্রতিবেদনে বলা হয়েছে, গত চার সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার পাংগি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রে অস্বাভাবিক মাত্রায় ব্যাপক তৎপরতা দেখা গেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার যে এলাকায় পরমাণু পরীক্ষা চালিয়েছে সে এলাকায় এ তৎপরতা দেখা গিয়েছে। অবশ্য, প্রতিবেদনে বলা হয়েছে, উপগ্রহ থেকে নেয়া ছবি দেখে পরমাণু যন্ত্র বসানো বা পরীক্ষার সঠিক সময় নির্ণয় করা যায়নি। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.