খিলগাঁওয়ের ঘটনায় মামলা দায়ের

রাজধানীর খিলগাঁওয়ের শেখের হাটে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা ও নিহতের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। শনিবার রাতে র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে খিলগাঁও থানায় এ মামলা করেন।
খিলগাঁও থানার এসআই মাইনুল হক খান জানান, মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। প্রসঙ্গত, খিলগাঁও শেখের হাটে শনিবার ভোর পৌনে ৫টার দিকে র‌্যাবের চেকপোস্ট অতিক্রমকালে মোটরসাইকেল আরোহী যুবককে থামতে সংকেত দেয় র‌্যাব। কিন্তু সে সংকেত অমান্য করে অতিক্রমের চেষ্টা করলে র‌্যাবের গুলিতে তার মৃত্যু হয়। র‌্যাবের দাবি, এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে বড় আকারের একটি এবং দেহের বেল্টের সঙ্গে বাঁধা ছোট দুটি হাতে তৈরি বোমা পাওয়া যায়।

No comments

Powered by Blogger.