চান্দিনায় পরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীদের মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় মানবন্ধন করেছে পরিবহণ মালিক-শ্রমিক ও সাধারণ যাত্রীরা। রোববার সকাল ১১টায় মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই মানবন্ধন করে তারা।
মহাসড়ক থেকে থ্রি-হুইলার নিষিদ্ধের পর হঠাৎ কোন নির্দেশনা ছাড়াই মহাসড়কে চলাচলরত ফোর হুইলার হিউম্যান হলার আটক করার পাশাপাশি চলাচল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করে মালিক ও শ্রমিকরা। অপরদিকে কোন বিকল্প পরিবহন নিশ্চিত ছাড়া মহাসড়ক থেকে ওইসব ফোর হুইলার বন্ধ করায় স্বল্প দূরত্বের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ায় তারাও অংশ নেয় ওই মানববন্ধনে। জনদূর্ভোগে সরকারের হস্তক্ষেপ কামনা করে মানবন্ধনে বক্তব্য রাখেন- লেগুনা মালিক সমিতির সভাপতি কেএম জামাল, সাধারণ সম্পাদক কামাল মুন্সি, নিটল মটোর্সের কুমিল্লা এরিয়া ম্যানেজার জহিরুল ইসলাম, পরিবহন মালিক শামিম আহমেদ, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, মোতাহের হোসেন, সুমন খান, শিক্ষক মাও. আবুল খায়ের, শিক্ষার্থী মোস্তফা কামাল প্রমুখ।

No comments

Powered by Blogger.