ব্রাসেলসে ‘গ্যাস’ বিস্ফোরণে হতাহত ৮

ব্রাসেলসের একটি বাড়িতে শনিবার বিস্ফোরণে একজনের মৃত্যু ও সাত জন আহত হয়েছেন। গ্যাস লিক করে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর এক বিবৃতিতে জানান, আজ বিকেলে দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণ ঘটে। এতে আরো বলা হয়, ‘এই ঘটনায় সাতজনকে দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু ও ১৫ বছর বয়সী এক কিশোর রয়েছে। সন্ধ্যায় ধ্বংসস্তুপের ভেতরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।’ বেলজিয়ামের টেলিভিশন চ্যানেল আরটিএল ও আরটিবিএফকে স্থানীয় মেয়র চার্লেস পিকুয়ে বলেন, ‘সম্ভবত দুর্ঘটনাক্রমে গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটেছে।’ গত বছরের ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পর বেলজিয়াম জুড়ে তীব্র সতর্কতা জারি রয়েছে।

No comments

Powered by Blogger.