হোয়াইট হাউজে বোমা আতঙ্ক

হোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকিতে গাড়ি নিয়ে এক ব্যক্তির ঢুকে পড়াকে কেন্দ্র করে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকি থেকে এ ব্যক্তিকে আটক করা হয়। গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে ঢুকে পড়ে ওই ব্যক্তি এবং গাড়িতে বোমা রয়েছে বলে দাবি করার পর তাকে আটক করা হয়। অবশ্য গাড়িতে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে মার্কিন নিউজ চ্যানেল। এদিকে, বোমা আতঙ্ককে কেন্দ্র করে হোয়াইট হাউজের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। পাশাপাশি বন্ধ করে দেয়া হয় হোয়াইট হাউজের চারপাশের অনেক রাস্তাও। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এ তৎপরতার উদ্দেশ্য কী এবং তার কোনো সঙ্গী ছিল কিনা তা জানার চেষ্টা চলছে। অবশ্য ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ছিলেন না। চলতি মাসের ১০ তারিখেও এক ব্যক্তি নিরাপত্তা বেষ্টনি টপকে হোয়াইট হাউজে ঢুকে পড়তে সক্ষম হয়েছিল।
সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.