সীতাকুণ্ডে 'জঙ্গিদের' লাশ নিচ্ছে না পরিবার


সীতাকুণ্ডের ছায়ানীড়ে গুলিতে নিহত ও আত্মঘাতী জঙ্গিদের লাশ নিতে আসছে না তাদের স্বজনেরা। ফলে গত বৃহস্পতিবার থেকে তাদের লাশগুলো মর্গেই পড়ে রয়েছে। লাশ নিতে স্বজনদের খবর দেয়ার পরও তারা সাড়া দেয়নি। কেন লাশ নিতে আসেনি তার কারণও জানা যায়নি। তবে জঙ্গি হয়ে যাওয়ায় স্বজনেরা লাশ নিতে আসছে না বলে ধারণা পুলিশের। গত বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড পৌর সদরের চৌধুরীপাড়ার ছায়ানীড়ের জঙ্গি আস্তানায় সোয়াত ও কাউন্টার টেরোরিজমের অভিযানকালে গুলিতে ও আত্মঘাতী বোমার বিস্ফোরণে শিশুসহ ৫ জন নিহত হয়। ঘটনার পর ওইদিন রাতে পুলিশ লাশগুলো উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী বিস্ফোরণে নিহত দুই জঙ্গির দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনার পর দেহের টুকরো খুঁজে জোড়া দিয়ে লাশগুলো মর্গে পাঠানো হয়। এ ঘটনার পর প্রথম দিকে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে গ্রেফতার দুই জঙ্গিদের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় মেলে। তাদের মধ্যে একজনের নাম কামাল ও তার স্ত্রীর নাম জোবাইদা। তারা বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শগ্রামের বাসিন্দা। এদিকে পরিচয় পাওয়ার পর পুলিশ মর্গ থেকে লাশ নেয়ার জন্য স্বজনদের খবর পাঠায়। কিন্তু রোববার দুপুর পর্যন্ত তাদের লাশ নিতে কেউ আসেনি। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের (ডিএসবি) এএসপি মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, লাশ নিতে পরিবারকে খবর দেয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ আসেনি। কেউ লাশ না নিলে আমাদের কী করার আছে। পরিবারের সদস্যরা না আসলে একটি সময় অপেক্ষার পর  লাশগুলো দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.