ডিএসইতে ৭ মাসের সর্বোচ্চ লেনদেন

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মিলে ৬১৪ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৯ কোটি টাকা এবং সিএসইতে ২৪ কোটি টাকা। ডিএসইর এ লেনদেন গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ডিএসইতে ৬৬৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। তবে উভয় শেয়ারবাজারেই মঙ্গলবার মূল্যসূচক ও বাজার মূলধন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএসইতে মঙ্গলবার ৩১৯টি প্রতিষ্ঠানের ১২ কোটি ৯২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫৮৯ কোটি ৪০ লাখ টাকা।
এর মধ্যে দাম বেড়েছে ১১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৩ দশমিক ৬৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬ দশমিক ৯২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়া সূচক ৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ১১১ দশমিক ৮৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৩ লাখ ২১ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সিএসই : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার ২৫২টি প্রতিষ্ঠানের ৭৩ লাখ ৪১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ২৪ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের,
কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৮ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৩ পয়েন্টে নেমে এসেছে। শীর্ষ দশ কোম্পানি : মঙ্গলবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল মবিল যমুনা বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, মিথুন নিটিং, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেসকো এবং একমি ল্যাবরেটরিস। ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল নদার্ন জুট, অ্যাম্বি ফার্মা, রহিম টেক্সটাইল, মিথুন নিটিং, স্টাইল ক্র্যাফট, সোনালী আঁশ, উসমানিয়া গ্লাস, আনলিমা ইয়ার্ন, এপেক্স ফুড এবং ফারইস্ট নিটিং।

No comments

Powered by Blogger.