ভাষণ দেয়ার সময় অজ্ঞান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক লাইভ সমাবেশে ভাষণ দেয়ার সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং। পরে অবশ্য চিকিৎসা নিয়ে তিনি সুস্থ রয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে জানায় এএফপি। এমনকি লি সিয়েন চিকিৎসা ছুটিও নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে জানায়, রোববার রাতে ও সোমবার সকালে লি’র কয়েক দফা ডাক্তারি পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, তার হৃৎযন্ত্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি এবং মস্তিষ্কে রক্তক্ষরণেরও ঘটনা ঘটেনি। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং আগামী সোমবার নাগাদ তিনি কাজে ফিরতে পারবেন বলে বিবৃতিতে বলা হয়। তার অনুপস্থিতিতে উপ-প্রধানমন্ত্রী তিও চি হিয়েন দায়িত্ব পালন করবেন।
লি ফেসবুকে এক বার্তায় বলেন, ‘আমি ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন দেখে খুশি যে ডাক্তাররা মনে করছেন, আমি ভালো আছি। কিন্তু তারা আমাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই আমি এ সপ্তাহ চিকিৎসা ছুটি কাটাব।’ রোববার লি বক্তব্য দেয়ার সময় অজ্ঞান হয়ে পড়লে তাকে দেখতে চিকিৎসকরা আসার পর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিল। পরে তিনি আবার ভাষণ দিতে শুরু করলে জনতা ব্যাপক করতালিতে তাকে স্বাগত জানায়। রোববার লি’র দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, ক্লান্তি ও পানিস্বল্পতার কারণে রক্তচাপ কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হৃৎপিণ্ডের অবস্থা ভালো আছে এবং তার স্ট্রোক হয়নি। ২০০৪-এর আগস্ট থেকে লি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। গেল বছর অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট গ্ল্যান্ড অপসারণ করা হয়। গেল শতকের ৯০-র দশকে ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন তিনি।

No comments

Powered by Blogger.