অশান্তি ভুলতে যোগব্যায়ামে নারীরা

লিবিয়ার ‘লৌহমানব’ মুয়াম্মার গাদ্দাফির উৎখাত ও হত্যার পর পার হয়েছে বেশ কয়েক বছর। সেই থেকে এখন পর্যন্ত দেশটিতে চলছে চরম বিশৃঙ্খলা আর সহিংসতা। ‘অশান্তি আর নিরানন্দ জীবন’ ভুলে থাকতে দেশটির নারীরা বেছে নিচ্ছেন যোগব্যায়ামের পথ। প্রতি বৃহস্পতিবার সমুদ্র তীরবর্তী বিচে আয়োজিত যোগব্যায়ামের ক্লাসে অংশ নিচ্ছেন ২৫ নারী। তাদেরই একজন মাওয়াদা। বিকালের ক্লাসে যাওয়ার আগে তিনি জানান, ‘যে চাপের মধ্যে আমরা বাস করছি তা থেকে এটি আমাদের মুক্তি দিচ্ছে। আমি বাস্তবতা থেকে পালিয়ে থাকতে পারছি। এখানে আমার নিজেকে মুক্ত মনে হয়।’ পারিবারিক সূত্রে পাওয়া জিম পরিচালনা করেন আবির বেন ইয়ুশাহ। তার মাথাতেই হঠাৎ যোগব্যায়ামের ধারণাটি আসে। তিনি ভাবেন যুদ্ধ-পরবর্তী অস্থির এ সময়ে নারীদের শখ পূরণের পাশাপাশি একটা পরিবর্তন দরকার। এ ভাবনা নিয়ে তিনি অন্য নারীদের সঙ্গে কথা বলেন এবং সিদ্ধান্ত নেন যোগ্যব্যায়াম শুরু করার।
খবর এএফপির তিনি বলেন, জুম্বা, অ্যারাবিক, ভারতীয় নাচ ও ফিটনেস প্রোগ্রামের পর আমরা বিচে যোগব্যায়াম শুরুর সিদ্ধান্ত নেই। অন্যান্য মুসলিম দেশের মতো লিবিয়াতেও নারীর পোশাক নিয়ে কঠোর বিধিনিষেধ থাকলেও বর্তমানে পরিস্থিতি পাল্টাচ্ছে। তবে যেসব লিবীয় নারী ইতালীয় ফ্যাশন ও সঙ্গীতের সমোঝদার তাদের কাছে যোগব্যায়াম নতুন কিছু না হলেও রক্ষণশীলদের কাছে তা অবশ্যই অভিনব কিছু। এ প্রসঙ্গে আবির বলছেন, আমি বাবা কিংবা স্বামীদের প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু একইসঙ্গে ভাবছিলাম লোকজন নতুন কিছু চায় এবং বাদবাকি বিশ্বের মতো এদেশের লোকজনও পরিবর্তনের পক্ষে। রক্ষণশীল আরব বিশ্বের মতো লিবীয় নারীরাও ধর্ম ও সামাজিক নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তাই বলে সর্বশেষ পরিবর্তনশীলতা থেকেও তার দূর থাকতে চাচ্ছে না। মাওয়াদা আরও বলেন, দিনের আলোয় বিচে যোগব্যায়াম অনুশীলন এটাই প্রমাণ করে জীবনযাপনে আমরা পরিবর্তন প্রত্যাশী।

No comments

Powered by Blogger.