কৃষিজমি ও বনাঞ্চল ধ্বংস করে শিল্পকারখানা নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কৃষিবিদ ইনস্টিটিউশনে
বেলুন ও পায়রা উড়িয়ে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর
অনুষ্ঠান উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিজমি ও বনাঞ্চল নির্বিচারে ধ্বংস করে সেখানে শিল্পকারখানা প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে। শিল্পকারখানা সেখানেই নির্মাণ করতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘দেশ অবশ্যই শিল্পায়নের দিকে এগিয়ে যাবে। কিন্তু কৃষি খাতকে নষ্ট করে নয়। যেভাবে চাষযোগ্য জমি ধ্বংস করা হচ্ছে, তাতে করে ভবিষ্যতে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আসবে কোথা থেকে?’ প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক যত্রতত্র জমি কিনে শিল্পকারখানা স্থাপন শুরু করে। এর ফলে কৃষিজমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারাই আবার বিদ্যুৎ, গ্যাসের দাবি করতে থাকে।’ তিনি আরও বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পকারখানা নির্মাণ করতে চাইলে সরকার সব ধরনের সুবিধা দেবে। তবে এর বাইরে হলে নয়। বার্তা সংস্থা বাসস জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃষিতে ব্যবহারিক শিক্ষা দেওয়ার জন্য খেত খামারে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনে তাদের অতিরিক্ত ব্যবহারিক নম্বর দিতে হবে, যাতে কৃষি শিক্ষাকে কেউ খাটো করে না দেখে। শিক্ষার্থীদের জানতে হবে, কীভাবে কৃষিপণ্য উৎপাদিত হয়। তারা সব সময় ঘরে বসে কৃষিপণ্য ভোগ করবে অথচ এসব পণ্য কোথা থেকে আসে, সে সম্পর্কে কিছুই জানবে না, তা তো হতে পারে না।’ কৃষি খাতের প্রতি যথাযথ মনোযোগ না দেওয়ায় বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সে সময় কৃষকদের ভর্তুকি ও সহায়তা দেওয়া হয়নি। তারা বিআইডিসিকে প্রায় বন্ধ করে দিয়েছিল। কৃষির উন্নয়নে তাদের কোনো পরিকল্পনা ছিল না। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী কবুতর ও বেলুন উড়িয়ে কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.