রূপালী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
নতুন চেয়ারম্যান হয়েছেন আহমেদ আল কবির। তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের চারজন নতুন সদস্যও নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁরা হলেন মো. মঈন উদ্দিন, কাজী মোর্শেদ হোসেন কামাল, এস এম মাহফুজুর রহমান ও আবদুস সালাম।
গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে একটি গেজেট প্রকাশ করা হয়।
আহমেদ আল কবির বর্তমানে রিসার্চ, ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল (আরটিএম) নামের একটি বেসরকারি সংস্থার চেয়ারম্যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন গ্লোবাল হেলথ কাউন্সিল এবং স্টপ টিবি পার্টনারশিপ নামের দুটি সংস্থারও সদস্য তিনি।
আহমেদ আল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং পরে লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন।

No comments

Powered by Blogger.