অত্যাধুনিক সাবমেরিন বানাচ্ছে পাকিস্তান, সহযোগিতায় চীন

নিজেদের অস্ত্রভাণ্ডারকে আরো শক্তিশালী করছে পাকিস্তান। পাকিস্তানকে আরো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আটটি ডুবোজাহাজ বিক্রি করছে চীন। যার মধ্যে চারটি করাচিতে তৈরি করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বেইজিং ও ইসলামাবাদের মধ্যে।
পাকিস্তান প্রতিরক্ষা দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, চীন এবং পাকিস্তানে একযোগে এই সব সাবমেরিন নির্মাণের কাজ শুরু করবে। একই সঙ্গে চীন ডুবোজাহাজ নির্মাণ প্রযুক্তি পাকিস্তানের কাছে হস্তান্তর করবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। যদিও চীনের কাছ থেকে কী ধরণের ডুবোজাহাজ কেনা হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, ইউয়ান শ্রেণির টাইপ-০৪১ ডুবোজাহাজ কেনা হবে যা ডিজেল ও বিদ্যুতের সাহায্যে চলে। এ আট ডুবোজাহাজ কেনার মধ্যদিয়ে পাকিস্তান নৌবাহিনীর বর্তমান সক্ষমতা আরও বাড়বে। যদিও এর আগে ফ্রান্স এবং জার্মানি থেকে ডুবোজাহাজ কেনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তানের।

No comments

Powered by Blogger.