যতবেশি বিভেদ থাকে ততবেশি সন্ত্রাসবাদের জন্য সুযোগ তৈরি হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন দেশে রাজনৈতিক বিভাজনের কারণেই ব্লগার, প্রকাশক ও বিদেশি হত্যা, শিয়া মসজিদে হামলাসহ সন্ত্রাসী কর্মকা- বেড়ে গেছে। এই রাজনৈতিক বিভাজন কমছে না বরং দিন দিন বাড়ছে। যতক্ষণ  না রাজনৈতিক সমাধান হচ্ছে ততক্ষণ এ ধরনের  সন্ত্রাসী গোষ্ঠী সুযোগ পেয়ে যাচ্ছে। কারণ তারা জানে যে, এক দল আরেক দলকে দোষারোপ করে। আর এতে করে তারা পার পেয়ে যায়। মানবজমিনকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে যতবেশি বিভেদ থাকে ততবেশি সন্ত্রাসবাদের জন্য সুযোগ  তৈরি হয়। যে সব হত্যা বা হামলা হচ্ছে এসবের জন্য সরকার একবার বলছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত। আবার বলছে তারা জড়িত নয়। আসলে কোনটা সঠিক। সরকারকেই এ বিষয়টি পরিষ্কার করতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকলে এক ধরনের চিন্তা। না থাকলে আরেক ধরনের চিন্তা। যদি অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত থাকে তাও পরিষ্কার হওয়া প্রয়োজন। সরকার যতক্ষণ প্রমাণ করতে পারছে না অপরাধী কারা? ততক্ষণ দেশের মানুষ ও বিদেশিরা চিন্তায় থাকবে। প্যারিসে বা মার্কিন যুক্তরাষ্ট্রে যে হামলার  ঘটনা ঘটেছে তা সামাজিক ও রাজনৈতিক বিভাজনের কারণেই ঘটেছে। যতবেশি বিভাজন থাকবে ততবেশি এধরনের সমস্যা হবে। বর্তমান বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, সংসদে যে বিরোধী দল আছে তারা আসল বিরোধী দল নয়। কারণ বিরোধী দলের একটা অংশ আবার সরকারের মধ্যেই রয়েছে। আসল বিরোধী দল রয়েছে সংসদের বাইরে। গণতান্ত্রিক প্রক্রিয়া যতদিন শক্তিশালী না হবে ততদিন এই ধরনের সন্ত্রাসবাদের  সমস্যাগুলো  থামানো কঠিন বলে মনে করেন ইমতিয়াজ আহমেদ।

No comments

Powered by Blogger.