ইসলামিক সামরিক জোট নিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিস্ময়

সৌদি আরবের নেতৃত্বে নতুন সন্ত্রাস বিরোধী ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণায় পাকিস্তানের পর বিস্ময় প্রকাশ করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। মঙ্গলবার সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স, দ্বিতীয় উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই জোট গঠনের ঘোষণা দেন। এ নিয়ে পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বলেছে তারা এখনও এ জোটে যোগ দেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মত হয় নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওদিকে এ জোট নিয়ে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছে। কোন খবরে বলা হয়েছে, জোটের সদস্যরা এমন ঘোষণা শুনে প্রশ্ন করছেন- এই জোট কি? ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এ জোটে যোগ দেবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয় নি। জাকার্তা পোস্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির বলেছেন, সৌদি আরব যে সামরিক জোট গঠন করেছে তার ধরন কি হয় তা পর্যবেক্ষণ করছে সরকার। অপেক্ষা করছে। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামুুদ্দিন হোসেন বলেছেন, তারা এ জোটকে সমর্থন করেন। তবে কুয়ালালামপুর থেকে কোন সামিরিক বিষয়ে জড়িত হওয়ার বিষয় প্রত্যাখ্যান করেন তিনি। তিনি বলেছেন, সৌদি আরবের এ উদ্যোগে কোন সামরিক প্রতিশ্রুতি নেই। মঙ্গলবার এই জোট ঘোষণা দিয়ে প্রেন্স মোহাম্মদ বিন সালমান বলেন, তারা ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর ও আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবেন। তিনি বিরল এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে প্রতিটি মুসলিম দেশই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। তাই এক্ষেত্রে সমন্বয় করা অত্যন্ত জরুরি। প্রাথমিকভাবে তিনি ঘোষণা দেন, এ জোটে রয়েছে ৩৪টি দেশ। আরও কিছু দেশ আছে যারা পরে যুক্ত হতে পারে।

No comments

Powered by Blogger.