মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করবে না বৃটেন

মিশরের মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করবে না বৃটিশ সরকার। তবে বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মুসলিম ব্রাদারহুডের সদস্যরা সম্ভাব্য চরমপন্থী। বৃটেনে সংগঠনটির কর্মকান্ডের ওপর দীর্ঘ তদন্তের পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বৃটেন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। প্রধানমন্ত্রী বলেন, পর্যালোচনায় দেখা গেছে, বৃটিশ মুসলিমদের পক্ষে কথা বলার দাবি করা সংগঠনগুলোর ওপর এ ইসলামি সংগঠনটির প্রভাব রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যকে মুসলিম বিশ্বাস ও পরিচয়ের প্রতি শত্রুভাবাপন্ন বলে চরিত্রায়িত করেছে ব্রাদারহুড। এমনকি ফিলিস্তিনি ইসলামি গোষ্ঠী হামাসের হামলার প্রতিও এ সংগঠন সমর্থন দিয়েছে। তিনি বলেন, পর্যালোচনায় এ উপসংহার টানা হয়েছে যে, মুসলিম ব্রাদারহুডের বা এর সঙ্গে যুক্ত সংগঠনগুলোর সদস্য হওয়াটা সম্ভাব্য উগ্রপন্থার লক্ষণ বলে ধরে নেয়া যেতে পারে। মুসলিম ব্রাদারহুডের কিছু অংশের সঙ্গে সহিংস উগ্রপন্থার খুবই অস্পষ্ট স¤পর্ক রয়েছে। তবে যে প্রমাণ পাওয়া গেছে, তা দলটিকে নিষিদ্ধ করার জন্য পর্যাপ্ত নয়।

No comments

Powered by Blogger.