লালপুরে মেয়র প্রার্থীর বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

নাটোরের গোপালপুর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির বাসায় বৃহস্পতিবার রাতে ৪০ মিনিট ধরে রুদ্ধদার সভা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির দাবি প্রতিমন্ত্রী শুধু টয়লেট ব্যবহার করার জন্য তার বাসায় গিয়েছিলেন। অন্যদিকে শুক্রবার সিংড়া পৌরসভা এলাকায় একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক। প্রত্যক্ষদর্শী ও কয়েকজন এলাকাবাসী জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক শুক্রবার সকাল আটটার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মন্তাজুর রহমানের ধানের চাতালে ও ১০টার দিকে ২ নম্বর ওয়ার্ডে রজবের ধানের চাতালে নেতাকর্মীদের সঙ্গে কর্মী সমাবেশে মতবিনিময় করেন ও খিচুড়ী খাওয়ায় অংশ নেন। পরে প্রতিমন্ত্রী নিঙ্গইন ভাটোপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে তিনি পৌরসভায় মহেষচন্দ্রপুরেও সমাবেশে যোগদেন। অপরদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সরকারি গাড়ি ও প্রটোকল নিয়ে বৃহষ্পতিবার রাত আটটায় গোপালপুর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলির কেশবপুর গ্রামের বাসায় ঢোকেন। প্রতিমন্ত্রী বাসায় ঢোকার পর পরই ওই বাসা থেকে কর্মী সমর্থকদের বের করে প্রধান ফটক আটকে দেয়া হয়। এ সময় তার সঙ্গে তার ব্যক্তিগত লোকজন ছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিলেন না। প্রটেকশনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাসার বাইরের ফটকের সামনে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ফটকের সামনের বৈদ্যুতিক বাতি নিভে যায়। ৪০ মিনিট অবস্থান করার পর আটটা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ওই বাড়ির আশে পাশের একাধিক প্রতিবেশী জানান, তারাও প্রতিমন্ত্রী আসার মুহুর্তে বাসার ভেতরে ছিলেন। তারা প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। পরিবারের সদস্যদের অনুরোধে তারা বাড়ি থেকে বের হয়ে আসেন। তবে পরিবারের সদস্যরাসহ উপজেলা আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা বাড়িতে অবস্থান করেছেন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রাতে মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, প্রতিমন্ত্রীর মেয়র প্রার্থীর বাসায় যাওয়ার কথা তিনি লোকমুখে শুনেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত প্রতিমন্ত্রী লালপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সবার কাছে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। প্রার্থীর বাসায় কি নিয়ে আলাপ হয়েছে তা তিনি জানেন না বলে জানান। গোপালপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কি কারণে এসেছিলেন তা তাদের জানা নেই। শুক্রবার সকালে মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী টয়লেট ব্যবহারের জন্য আকস্মিকভাবে তার বাসায় এসেছিলেন। কিছুক্ষণ পর তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যান। তার বাসায় নির্বাচন সংক্রান্ত কোনো সভা হয়নি। প্রতিমন্ত্রী তার বাসায় অবস্থান করার সময় স্বামীসহ তিনি নির্বাচনী কাজে বাইরে ছিলেন। তাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেন নি।

No comments

Powered by Blogger.