পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি দিয়ে শান্তিচুক্তির ১৮তম বর্ষপূর্তী পালিত

পক্ষে বিপক্ষে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির ১৮তম বর্ষপূর্তী উদযাপিত হয়েছে।
চুক্তির সাফল্য তুলে ধরে বান্দরবান জেলা পরিরষদের উদ্যোগে সকালে শহরের রাজার মাঠ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, আদিবাসি সম্প্রদায়ের নারী পুরুষ ও নানা পেশার লোকজন অংশ নেয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে রাজার মাঠে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে গরীব অসহায় রোগীদের জন্য বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে গরীব অসহায় রোগীরা ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসে। এবার সরকারিভাবে শান্তিচুক্তির সাফল্য নিয়ে অনুষ্ঠান করা হলেও এসব কর্মসূচিতে জেলা প্রশাসনের কোন কর্মকর্তাদের দেখা যায়নি।
এদিকে শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে জনসংহতি সমিতি শহরের পুরাতন রাজবাড়ি মাঠে জনসমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমা। বান্দরবান জনসংহতি ও অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শান্তিচুক্তির বর্ষপূর্তীকে ঘিরে শহরে নিরাপত্তা জোরদার করা হয়।

No comments

Powered by Blogger.