পুতিনকে এরদোগানের পদত্যাগের চ্যালেঞ্জ

আইএস থেকে তেল কেনার জন্যই তুরস্ক রাশিয়ার বিমান ভূপাতিত করেছে বলে পুতিন যে অভিযোগ করেছে তা চ্যালেঞ্জ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এরদোগান চ্যালেঞ্জ করে বলেছেন রাশিয়া যদি তাদের অভিযোগ প্রমাণ করতে পারে তবে তিনি পদত্যাগ করবেন। এছাড়া যদি প্রমাণ করতে না পার তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পদত্যাগ করবেন কি-না সে প্রশ্নও করেন তিনি।
এরদোয়ান বলেন, অভিযোগকারীর কাছে কোনো তথ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপন করা উচিত।
আইএসের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করে আসছে তুরস্ক। একই সঙ্গে তুর্কি সরকার বলেছে, তারা ওই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবে না।
গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ ঘটনায় এক রুশ পাইলট নিহত হয়েছেন। আরেকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
তুরস্কের দাবি, রুশ যুদ্ধবিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল।
যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে রাশিয়া।
সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে রাশিয়া সিরিয়ার প্রধান মিত্র হিসেবে কাজ করছে।
সূত্র : বিবিসি

No comments

Powered by Blogger.