এবার খাঁচায় বন্দি জয়া

দেশভাগের গল্প শুনিয়ে কলকাতায় শ্রীজিত মুখার্জীর ‘রাজকাহিনী’ ছবিতে বাংলাদেশের জয়ার যে মাতম চলছিল, সেটা অনেকটাই থেমে গেছে ছবিটি মুক্তির পর। ছবির পুরোটা সময় জয়াকে পর্দায় দেখা গেলেও তার মুখে সংলাপ রয়েছে হাতেগোনা কয়েকটি। বরং খুব বেশি খোলামেলা হয়েছেন নগন্য একটি চরিত্রের জন্য। যেখানে বাংলাদেশে রয়েছে তার তুমুল জনপ্রিয়তা। সেটাকে ধুলোয় মাড়িয়ে কেন এ ধরনের একটি গুরুত্বহীন চরিত্রে অভিনয় করে নিজেকে বিকিয়ে দিলেন জয়া, সেটা প্রশ্নসাপেক্ষ। অনেকে আবার বলেছেন, বাংলাদেশী কোনো ছবিতে এ ধরনের চরিত্রে তাকে অভিনয়ের জন্য বলা হলে একবাক্যেই তিনি নির্মাতাকে ফিরিয়ে দিতেন।
রাজকাহিনীর স্মৃতি গত হয়েছে মাসখানেক হয়ে গেল। এবার নতুন করে দেশভাগের গল্প নিয়ে বাংলাদেশী নির্মাতা আকরাম খান তৈরি করছেন ‘খাঁচা’ নামের একটি ছবি। এ ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এ ছবিটির গল্পও একই। ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস। অবশ্য এটি একটি সরকারি অনুদানের ছবি। জয়াকে খাঁচায় বন্দি করতে পেরে পরিচালকও যারপরনাই খুশি। যদিও রাজকাহিনীর মতো অতটা খুলতে পারবেন না। তথাপিও দেশত্যাগ কিংবা দেশভাগ- যা-ই বলুন না কেন, জয়া সেখানে একদম ফিট। হাসান আজিজুল হকের খাঁচা গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। চিত্রনাট্য লিখেছেন আকরাম খান ও আজাদ আবুল কালাম।

No comments

Powered by Blogger.