ইইউ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে বিতর্ক আজ

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে আজ বিশ্বের সর্ববৃহৎ সংসদ ইউরোপিয়ান পার্লামেন্টে এক সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব এরই মধ্যে পার্লামেন্টে জমা দেয়া হয়েছে। ইইউ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিতর্কের সময়ক্ষণ ও আলোচ্যসূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য মতে, আজকের বিতর্কে মোটা দাগে তিনটি বিষয় স্থান পাবে। তা হলো- বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকারগুলো (ফান্ডামেন্টাল ফ্রিডমস), মানবাধিকার (হিউম্যান রাইটস) এবং সাধারণ অর্থে গণতন্ত্র (ডেমোক্রেসি ইন জেনারেল)। ব্রাসেলসের সঙ্গে যোগাযোগ রয়েছে ঢাকার এমন প্রতিনিধিরা বলছেন, সমপ্রতিক সময়ে চতুর্থবারের মতো বাংলাদেশ পরিস্থিতি বিশেষ করে উল্লিখিত ৩ ইস্যু নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে বিকর্ত হতে যাচ্ছে। সেখানে দেশের গণতন্ত্র ও মৌলিক অধিকারগুলোর আলোচনায় নির্বাচন প্রসঙ্গও আসতে পারে। বাংলাদেশে ৫ই জানুয়ারি আলোচিত নির্বাচনের পর থেকে একটি গ্রহণযোগ্য ব্যবস্থার অধীনে সব দলের অংশগ্রহণে এখানে নতুন নির্বাচনের তাগিদ দিয়ে আসছে বিশ্বের মানবাধিকার সংবেদনশীল রাষ্ট্র, জোট ও সংস্থাগুলো।  সমপ্রতিক সময়ে বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতির বিভিন্ন ঘটনায় ‘নতুন নির্বাচন’র আলোচনাটি চাপা পড়লেও এটি একেবারে নিঃশেষ হয়ে যায়নি- এমনটাই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। এমন একজন বিশ্লেষক মানবজমিনের সঙ্গে আলাপে গতকাল বলেন, ইইউ পার্লামেন্টের সদস্যদের বাংলাদেশের বিষয়ে কতটা পর্যবেক্ষক রয়েছে সেটি তাদের বিএনপি-জামায়াতের সম্পর্ক ছিন্ন করা সংক্রান্ত রেজুলেশন দেখলেই বুঝা যায়। আজকের আলোচনায় নির্দলীয়, নিরপেক্ষ ব্যবস্থার অধীনে নতুন নির্বাচনের বিষয়টি এলে তিনি অবাক হবেন না বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশ্লেষক। ইউরোপিয়ান পার্লামেন্টে যে কোন বিতর্ক বা প্রস্তাব বাংলাদেশের জন্য ‘গুরুত্বপূর্ণ’ বলে মনে করেন তিনি।

No comments

Powered by Blogger.