বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর স্থগিত by মিজানুর রহমান

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়ারের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩রা অক্টোবর ঢাকা সফরে আসার কথা ছিল তার। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসার কথা ছিল তার। সফরকালে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এর সূচি ছিল। এছাড়া সফরকালে ব্রিটিশ উন্নয়ন সংস্থা- ডিএফআইডি’র অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করার কথা ছিল বৃটিশ মন্ত্রীর। ঢাকা ইতালিয়ান নাগরিক হত্যার প্রেক্ষিতে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে বৃটেন। এছাড়া ওই হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে দেশটির পক্ষ থেকে।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত
বাংলাদেশ সফর স্থগিত করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার ফেসবুক পেজে এমন ঘোষণা দেয় অজি বোর্ড। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সংবাদমাধ্যমকে বলেন, এটা অনেক কঠিন এক সিদ্ধান্ত। তবে অস্ট্রেলিয়া সরকারের সর্বশেষ পরামর্শ ও আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মকর্তাদের পর্যবেক্ষণ শেষে এ সফর স্থগিত করা ছাড়া উপায় ছিল না আমাদের। সিরিজটি যাতে মাঠে গড়ায় এ জন্য আমাদের চেষ্টার কমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হলো না। আমাদের নিরাপত্তা কর্মকর্তারা বাংলাদেশে এ মুহূর্তে অস্ট্রেলিয়ান নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি দেখছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশের পথে দেশ ছাড়ার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আগের দিন দলের যাত্রা আটকে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৯ই অক্টোবর প্রথম টেস্টে মাঠে নামার কথা ছিল দু’দলের।

No comments

Powered by Blogger.