মুজাহিদ সরকারের ষড়যন্ত্রের শিকার: জামায়াত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তিনি বলেছেন, “সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করতে নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে বিচারের নামে প্রহসন করেছে।” বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির। মকবুল আহমাদ বলেন, “আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার উদ্দেশ্যে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। এতদসত্ত্বেও ট্রাইব্যুনাল মুজাহিদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।” বিবৃতিতে আরো বলা হয়, “আপিল বিভাগ মুজাহিদের আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। জনগণ এ রায়ে হতাশ হয়েছে।”

No comments

Powered by Blogger.