সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন ইংলাক

থাইল্যান্ডের জান্তা সরকারের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে পাল্টা ফৌজদারি মামলা করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। সরকারের প্রধান এ কৌঁসলির বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও তার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ব্যাংকক ফৌজদারি আদালতে তিনি এ মামলা দায়ের করেন। খবর এপির। এক বছর আগে ক্ষমতার অপব্যবহার ও চালে ভর্তুকি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ইংলাককে ক্ষমতাচ্যুত করেন আদালত। চলতি বছরের জানুয়ারিতে সামরিক বাহিনী-সমর্থিত থাই পার্লামেন্ট চাল ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে ইংলাককে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।
চাল ক্রয় প্রকল্পে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি মূল্যে চাল ক্রয় করেছিল ইংলাক সরকার। থাইল্যান্ডের এক সময়ের জনপ্রিয় নেতা ও প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা। তাদের রাজনৈতিক দল ২০০১ সাল থেকে দেশটির প্রত্যেকটি নির্বাচনেই জয়লাভ করে আসছে। থাইল্যান্ডের দরিদ্র গ্রামীণ জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা থাকলেও শহুরে মধ্যবিত্তরা তাদের সমর্থন করেন না। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতিতে আসেন ইংলাক। মূলত এসময় থেকেই থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা চলে আসছে। এর এক পর্যায়ে ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের ঠিক আগে ক্ষমতাচ্যুত হন ইংলাক।

No comments

Powered by Blogger.