চীনের সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসের ভাষণ

নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১২ই অক্টোবর চীনের সাংহাই জিয়াও টং (বাণিজ্যিক) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও সামাজিক ব্যবসা’ শীর্ষক একটি একদিনের ফোরামে ব্যাংকার ও বিনিয়োগ অর্থায়ন ব্যবস্থাপকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। প্রফেসর ইউনূসের সাংহাই সফরের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ এই ফোরামের পরিকল্পনা করে। এ বছরের ২৮শে মে ঢাকায় অনুষ্ঠিত সামাজিক ব্যবসা দিবসে যোগদানকারী ওই অনুষদের কয়েকজন শিক্ষক ফোরামটির উদ্যোগ গ্রহণ করেন। ২ শতাধিক নেতৃস্থানীয় ব্যাংকার ও বিনিয়োগ অর্থায়ন ব্যবস্থাপক দিনব্যাপী এই ফোরামে অংশ নেন। প্রফেসর ড. ইউনূস উল্লেখ করেন, গত মাসে জাতিসংঘে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহে অন্যান্য সকল দেশের সঙ্গে চীনও স্বাক্ষর করেছে। টেকসই উন্নয়নের প্রথম লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য শূন্যে নামিয়ে আনা। এই বিশেষ লক্ষ্য অর্জনে পৃথিবীকে নেতৃত্ব দেয়ার সুযোগ চীনের রয়েছে। এখন সকল ব্যাংক ও বিনিয়োগ ফান্ডের দায়িত্ব এই লক্ষ্য অর্জনে তাদের ভূমিকা পালন করে যাওয়া। তিনি বলেন যে, দরিদ্রদের জন্য অর্থায়ন সেবা ও সামাজিক ব্যবসা বর্তমান সমস্যাগুলোর সমাধান করতে ও টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন করতে বিশেষ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, প্রফেসর ড. ইউনূসের সম্মানে প্রদত্ত এক ভোজসভায় যোগ দেন সাংহাইয়ের বিশিষ্ট ধনী ব্যক্তিবৃন্দ, বিভিন্ন ব্যাংক ও বিনিয়োগ ফান্ডের ম্যানেজারগণ, বোস্টন কনসালটিং গ্রুপ চীনের প্রধান এবং এনজিও নেতারা।

No comments

Powered by Blogger.