শারাপোভার জয়

ইনজুরির ধকল কাটিয়ে ফর্মে ফিরেছেন। সিঙ্গাপুরে ডব্লুটিএ ফাইনালসে যেন তার প্রমাণ রেখে চলেছেন মারিয়া শারাপোভা। আরও একটি দুর্দান্ত জয় পেয়েছেন রুশ সুন্দরী। গ্রুপপর্বের ম্যাচে তিনি হারিয়েছেন শীর্ষবাছাই রুমানিয়ার সিমোনা হালেপকে। হালেপের বিপক্ষে ৬-৪, ৬-৪ সরাসরি সেটে জয় পেয়েছেন শারাপোভা। প্রথম ম্যাচে তিনি হারিয়েছিলেন পোল্যান্ডের তারকা আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে। দুই ম্যাচ জিতে ‘রেড গ্রুপ’-এ শীর্ষে রয়েছেন শারাপোভা। ইনজুরির কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। গত জুলাইয়ের পর এই প্রথম কোনো পূর্ণাঙ্গ ম্যাচ খেললেন টেনিসের গ্ল্যামার কুইন।
এদিকে ‘হোয়াইট গ্রুপ’-এ খলায় জয় তুলে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের তারকা পেত্রা কেভিতোভা। স্বদেশী তারকা ও ফেড কাপের সতীর্থ লুসি সাফারোভার বিপক্ষে জয় পেয়েছেন তিনি। কেভিতোভা ও সাফারোভা দু’জনই গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিলেন। ঘুরে দাঁড়ানোর মিশনে একে অন্যের মুখোমুখি হয়েছিলেন তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৭-৫, ৭-৫ সেটে জয় পেয়েছেন কেভিতোভা। বিশ্বের সেরা আট প্রমীলা টেনিস তারকাকে (র‌্যাংকিংয়ের মানদণ্ডে) নিয়ে বছরের শেষদিকে বসে ডব্লুটিএ ফাইনালসের আসর। শুরুতে দুটি গ্র“পে বিভিক্ত হয়ে খেলতে হয় তারকাদের। এরপর সেরা চার খেলোয়াড়কে (গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ) নিয়ে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্ব।
সেখানে বিজয়ী দু’জন অংশ নেন ফাইনালে। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.