স্থানীয় নয়, জাতীয় নির্বাচন চায় জনগণ: মাহবুব

বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, জনগণ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচনে ভোট দিতে চায়। বুধবার বিকালে রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ লেবার পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবাষির্কীর সভায় প্রধান অতিথির বক্তাব্যে এ কথা বলেন তিনি। দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের বিষযে সংশ্লিষ্ট আইন সম্প্রতি মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে। আগামী বছরের প্রথম ভাগে এসব নির্বাচন হওয়ার কথা। খন্দকার মাহবুব বর্তমান সংসদ ‘প্রশ্নবিদ্ধ ও ভোটারবিহীন প্রহসনের মাধ্যমে গঠিত’ দাবি করে বলেন, “৫ জানুয়ারি জনগণের সঙ্গে প্রতারণার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা জবরদখল করে আছে। সরকার হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন করে প্রতিহিংসার রাজনীতি কায়েমের মাধ্যমে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের হয়রানি করছে।” মাহবুব বলেন, “জনগণ দলীয় প্রতীকে স্থানীয় নয়, সুষ্ঠু গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন ভোট দিতে চায়। তাই শেখ হাসিনার উচিত জনগণের প্রতি সম্মান জানিয়ে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার পথ সুগম করা।”   বিদেশী নাগরিক হত্যার নিন্দা জানিয়ে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “বিরোধী দল নির্মূলে র্যা ব-পুলিশকে ব্যবহার করায় দেশে আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে নেই। জনগণের নিরাপত্তা না দিয়ে সরকার বিনাবিচারে মানুষ খুন করছে। জালেম সরকারের পতন ছাড়া হত্যা-গুম-অপহরণসহ প্রতিহিংসার অপরাজনীতি বন্ধ হবে না।” তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, মো. মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক মাহমুদ খান, উম্মে হাবিবা প্রীতিলতা প্রমুখ।

No comments

Powered by Blogger.