১৫ বছরেই সেরা বিজ্ঞানী!

মাত্র ১৫ বছরেই আমেরিকার সেরা বিজ্ঞানীর তকমা জিতেছে হান্না হারবাস্ট। বৃহস্পতিবার সেখানকার এক গবেষণা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে এই কিশোরী। ডিসকোভারি এডুকেশন এ প্রতিযোগীতার আয়োজন করে।
প্রথম হয়ে হান্না পেয়েছে ২৫ হাজার মার্কিন ডলারের পুরস্কার মূল্য। আর্থিক পুরস্কারের সাথে জিতে নিয়েছে কোস্টারিকার একটি ট্রিপও।
হান্না ফ্লোরিডার বোকা রেটনের বাসিন্দা এবং ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। কীভাবে সমুদ্র থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনে উন্নতি করা সম্ভব? এ বিষয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় আমেরিকায়। ওই প্রতিযোগিতায় একটি উদ্ভাবনী প্রোটোটাইপ আবিষ্কার করে এই পুরস্কার জিতে নেয় হান্না। প্রতিযোগিতায় জিতে হান্না জানায়, উদ্ভাবনী প্রোটোটাইপ আবিষ্কার করার ধারণাটা সে পেয়েছিল তারই এক বন্ধুর কাছ থেকে।

No comments

Powered by Blogger.