জলে ভাসা জীবন

কয়েক দিনের টানা বৃষ্টিতে এখনো অনেক জায়গায় পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় স্কুলও বন্ধ। দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম
সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে প্রায় দেড় মাস ধরে পানি জমে আছে। ছবিটি মঙ্গলবার তোলা
ছবি: জাহিদুল করিম
গ্রামে জলাবদ্ধতা, বাড়ির উঠানে উঠেছে পানি। এ কারণে বাড়ি ছেড়ে সাতক্ষীরার তালা উপজেলার মানিকনগর মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে স্থানীয় জনগণ। ছবিটি মঙ্গলবারের ।
ছবি: জাহিদুল করিম
কৃষ্ণকাটি গ্রামে প্রায় দেড় মাস ধরে পানি জমে আছে। এই পানি পেরিয়েই কাজকর্ম সারতে হচ্ছে গ্রামবাসীদের। ছবিটি মঙ্গলবারের ।
ছবি: জাহিদুল করিম
হাঁটুপানি ভেঙে চলাচল করছেন কৃষ্ণকাটিগ্রামের বাসিন্দারা ।
ছবি: জাহিদুল করিম
তালার উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে জলাবদ্ধতা। বিপাকে কর্মচারীরা। ছবিটি মঙ্গলবারের ।
ছবি: জাহিদুল করিম
বাড়ির উঠানে পানি, তাই একটু উঁচুতে রাখা হয়েছে গরু। ছবিটি কৃষ্ণকাটি গ্রাম থেকে তোলা ।
ছবি: জাহিদুল করিম
জলাবদ্ধতার কারণে মানিকনগর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে টং ঘর করে থাকছেন স্থানীয় লোকজন। সেখানেই চলছে শিশুদের পড়াশোনা। ছবিটি মঙ্গলবার তোলা ।
ছবি: জাহিদুল করিম
তালার ইউএনও কার্যালয়ের নিচে জলাবদ্ধতায় বিপাকে কর্মচারীরা। ছবিটি মঙ্গলবার তোলা ।

No comments

Powered by Blogger.