যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন -খালেদা জিয়া

যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। বলেছেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সেটা আবারও প্রমাণ হয়েছে। তাই আমি তত্ত্বাবধায়ক সরকার বলছি না, যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি। যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ জানে ক্ষমতা চলে গেলে সহসাই আর আসতে পারবে না। সেজনই তারা জোর করে ক্ষমতা আঁকড়ে আছে। তবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। র‌্যাব-পুলিশ এ সরকারকে বেশিদিন ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। ক্ষমতা থেকে নামলে তাদের পরিণতি হবে খারাপ। যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, তবে এখনই সময়। দেশের জনগণের কথা ভেবে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার। তিনি বলেন, কেন আমরা একে অপরের সঙ্গে কথা বলবো না? আমরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো। জাতীয় স্বার্থে সব বিষয় নিয়েই আলোচনা করবো। বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপিকে শেষ করা যাবে না। বিএনপির জন্ম এ দেশের মাটিতে। এর শিকড় মানুষের অনেক গভীরে। ওপর থেকে কেটে দিলে আবারও জেগে উঠবে বিএনপি। খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। এজন্য দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। মানুষ নিরাপত্তা চায়। রাজনৈতিক অধিকার চায়। কিন্তু বর্তমানে সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। মানুষ রাজপথে সভা-সমাবেশ এমনকি মানববন্ধন পর্যন্ত করতে পারছে না। এ অবস্থায় দেশ চলতে পারে না। তিনি বলেন, দেশের সবকিছুই আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তারা শিশু ও নারীদের ওপর পর্যন্ত নির্যাতন করছে। এমনকি প্রশাসনের লোকদেরও মারধর করছে। আসলে তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। সেজন্যই জনগণ তাদের কাছ থেকে মুক্তি চায়। এ সময় আগামী বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী পুরো প্যানেলকে নির্বাচিত করার জন্য আইনজীবীদের আহ্বান জানান খালেদা জিয়া। এর আগে রাত সোয়া ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান বক্তব্য দেন। মতবিনিময় সভায় সাবেক ভূমি উপমন্ত্রী উকিল আবদুস সাত্তার, বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, খোরশেদ আলমসহ অর্ধশতাধিক আইনজীবী নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ার সদ্য কারামুক্তি ৬ আইনজীবী নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন খালেদা জিয়া। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত আইনজীবী নেতাদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জেলার জাতীয়তাবাদী আইনজীবীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করবেন খালেদা জিয়া।

No comments

Powered by Blogger.