পাকিস্তানে নারী মানবাধিকার কর্মীকে হত্যা

পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী সাবিন মেহমুদ করাচিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাতে বেলুচিস্তানে একটি অনুষ্ঠানে থেকে ফেরার সময় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সাবিন মেহমুদ দ্য সেকেন্ড ফ্লোর নামের একটি মুক্ত আলোচনার স্থল ও ক্যাফের পরিচালক। শুক্রবার রাতে তিনি বেলুচিস্তানে একটি অনুষ্ঠানের সঞ্চালনা শেষে করাচিতে ফিরছিলেন।
বিভিন্ন সময়ে বেলুচিস্তানে নিখোঁজ ব্যক্তিদের নিয়ে ‘আনসাইলেন্সিং বেলুচিস্তান’ নামের ওই অনুষ্ঠান থেকে ফেরার সময়ে সাবিনের মাও ছিলেন তার সঙ্গে। রাত ৯টার দিকে দুটি মোটরসাইকেলে করে বন্দুকধারীরা সাবিনের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার মাও গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির বার্তা সংস্থাগুলো জানায়, সাবিন সম্প্রতি বেশ কয়েকবার মানবাধিকারবিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য হুমকি পেয়ে আসছিলেন।

No comments

Powered by Blogger.