নেপালে ভূমিকম্পের কবলে বাংলাদেশী তারকারা

নেপালের ভয়াবহ ভূমিকম্পে আতংতিত হয়ে পড়েছেন নেপালে অবস্থানরত বাংলাদেশী শুটিং ইউনিটের সদস্যরা। এ সপ্তাহে বাংলাদেশ থেকে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় নাটকের শুটিং করতে নেপাল যান। সেখানে তার সঙ্গে ইউনিটে রয়েছেন অভিনেত্রী রুনা খান, অভিনেতা কল্যাণ ও শাহাদাত। ভূমিকম্পের সময় তারা নেপালের নাগরকোট নামের একটি স্পটে শুটিং করছিলেন। তাদের শুটিং স্থলের কাছাকাছি একটি পাহাড় ধসে পড়ে বলে জানা গেছে। এতে নাটকের ইউনিট আতংকিত হয়ে শুটিং বন্ধ করে দেয়। এদিকে ভূমিকম্পে রুনা খান আহত হয়েছেন বলে ঢাকা মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ঢাকায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে রুনার স্বামী জানান, বিষয়টি সম্পূর্ণ গুজব।
রুনা খান ও পুরো ইউনিট সুস্থই আছে। নেপালে এ মুহূর্তে নির্মাতা চয়নিকা চৌধুরী নাটকের শুটিং করতে ইউনিট নিয়ে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, আনিসুর রহমান মিলন, অভিনেত্রী শমী কায়সার, সহকারী পরিচালক অমিতাভ রানা ও সুব্রত মিত্র। ঢাকার সূত্র জানিয়েছে, তারাও সুস্থ ও নিরাপদে আছেন। তবে আপাতত শুটিং বন্ধ আছে। একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ ইউনিটও এ মুহূর্তে নেপাল অবস্থান করছে। তবে তাদের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। এদিকে, প্রাকৃতিক এ দুর্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাদের কেউ নিজেরাই হয়েছেন ভূমিকম্পের শিকার। কেউ আবার তৎক্ষণাৎ কিছু না বুঝলেও পরে অনুভূতি প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। তেমন কিছু নির্বাচিত স্ট্যাটাস-
কনকচাঁপা, কণ্ঠশিল্পী
আলহামদুলিল্লাহ ... এখনও বেঁচে আছি...
নিপুণ, অভিনেত্রী
শুটিং, শুটিং, শুটিং। হঠাৎ দেখলাম আমার গাড়ি নাচানাচি করছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি? পরে বুঝলাম সারা দেশে ভূমিকম্প আঘাত হেনেছে।
ইরেশ যাকের, অভিনেতা
সাকিবরা, সাব্বির কালকে এমন মারা মেরেছে যে আজকেও ভূমিকম্প হচ্ছে
মৌসুমি হামিদ, অভিনেত্রী
মেকআপ নিচ্ছি। হঠাৎ করে মাথাটা ঘুরছে মনে হচ্ছে। এরপর অনুভব করলাম পুরো ঘরটা নড়ছে। সামনে পুকুর ছিল।
পানি যেভাবে উথাল-পাতাল শুরু করল তা দেখে আসলেই ভয় পেয়েছি।
বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী
এইমাত্র ভূমিকম্প অনুভব করছি। আমাদের বাসার সবকিছু কেঁপে উঠছে।
আরিফিন শুভ, অভিনেতা
দেহ মন পৃথিবী সবই নড়ে ওঠলো...
নাজনীন আক্তার হ্যাপি, অভিনেত্রী
ভূমিকম্প কখন হল? তাও নাকি অনেক বেশি! ধুর আমি টের পেলাম না কেন?? মিস হয়ে গেল!
পান্থ কানাই, কণ্ঠশিল্পী
আমাকে ভালোই ঝাঁকাচ্ছে। ওরে বাবা একটু আগে আরেকবার ফিডব্যাক ঝাঁকানি দিল...
আমি আগেই বলছিলাম, পাকিস্তানরে এভাবে চুবানি খাওয়ানোটা ঠিক হয়নি... বর্ডা লাগসে... দুরু বদদোয়া লাগছে!
আনজাম মাসুদ, নির্মাতা
মহান আল্লাহর প্রতি অশেষ শোকরিয়া বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি।
নুসরাত ফারিয়া, অভিনেত্রী
সারা দেশে ভূমিকম্প হচ্ছে। দয়া করে নিরাপদে থাকুন।
প্রসূন আজাদ, অভিনেত্রী
জীবনে প্রথমবার এত বেশিক্ষণ ভূমিকম্প অনুভব করলাম। আজকেই হয়তো কেউ ফতোয়া দিয়ে বসবে এই ভূমিকম্প মেয়েদের দোষের জন্য হয়েছে! তারা পর্দাসীন হয়ে চলে না বলে দেশে ভূমিকম্প হচ্ছে!
সাজু খাদেম, অভিনেতা
অলস বিবাহিত লোকদের জন্য সুখবর, মাত্রই বিশাল ভূমিকম্প হয়ে গেল!

No comments

Powered by Blogger.