ধন্যবাদ মোদি : মনিষা

ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই নেপালের পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বিপি কৈরালার নাতনি ও বলিউড অভিনেত্রী মনিষা কৈরালা। নেপাল বংশোদ্ভূত এই তারকা দ্রুতই নেপালের সাহায্যে এগিয়ে আসার জন্য রোববার কৃতজ্ঞতা পেশ করেন। টিভিতে ভূমিকম্পের খবর দেখে কেঁদে ফেলেন কৈরালা। ভূমিকম্পের মাত্র ১৫ মিনিটের মধ্যেই নেপালকে সাহায্যের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি তিনি। দ্রুত সহায়তাও পাঠান বিপর্যয়কবলিত দেশটিকে।
শনিবার সকালে দিল্লির মেট্রো ট্রেনে চেপে রাজধানীর দ্বারকায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। এর মধ্যেই ভূমিকম্পের খবর পেয়ে টেলিফোন নিয়ে বসে পড়েন তিনি। প্রথমেই মোদি ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালাকে। কৈরালা বিদেশে ছিলেন। তাকে না পেয়ে নেপালের প্রেসিডেন্ট রামবরণ যাদবকে ফোন করেন তিনি। জানান, ভারত দ্রুত সাহায্য পাঠাচ্ছে। পরে কৈরালার সঙ্গেও কথা হয় মোদির। কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় বিমানবাহিনীর সি১৩০জে হারকিউলিস বিমান ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী বাহিনী নিয়ে কাঠমান্ডু রওনা হয়ে যায়। পরে আরও তিনটি বিমান পাঠানো হয়। নেপালে যেসব ভারতীয় পর্যটক আটকা পড়েছে তাদের উদ্ধার করারও নির্দেশ দেন মোদি।

No comments

Powered by Blogger.