৮২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

‘মধ্যাহ্নভোজ সেরে সবেমাত্র উপরে গিয়েছিলাম। হঠাৎ চারপাশটা নড়ে উঠল। পা-টা আটকে গেল ভাঙা দেওয়ালের ফাঁকে। ভেবেছিলাম এভাবেই মরে যাব।’ ভূমিকম্পের ৮২ ঘণ্টা পর যখন তাকে উদ্ধার করা হল তখন এমনটাই বললেন ২৭ বছরের ঋষি খানাল। মঙ্গলবার তাকে উদ্ধার করা হয়েছে কাঠমান্ডুর এক হোটেলের ধ্বংসস্তূপ থেকে। তিনি জানিয়েছেন, তিন দিন কেটে যাওয়ার পরও কেউ আসেনি উদ্ধার করতে। তার নখ সাদা হয়ে যাচ্ছিল।
তার ঠোঁট ফেটে যাচ্ছিল। তিনি ভাবছিলেন তাকে উদ্ধার করতে আর বোধহয় কেউ আসবে না। তিনি ভাবতে শুরু করেছিলেন, এইভাবেই মৃত্যু হবে তার। তার চারপাশে পড়েছিল মৃতদেহের সারি আর তার বীভৎস গন্ধ। তিনি বলেন, খাবার, পানি কিছুই ছিল না। জীবন বাঁচাতে নিজের মূত্র পান করেছি।’ আচমকা একটি ফরাসি উদ্ধারকারী দল পৌঁছায়। বেশ কয়েক ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর তাকে বের করে আনা সম্ভব হয়। সেখান থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ঋষিকে পরীক্ষাকারী চিকিৎসক অখিলেশ শ্রেষ্ঠা বলেছেন, ‘মনে হচ্ছে তীব্র ইচ্ছাশক্তির জোরেই সে বেঁচে আছে।’ এনডিটিভি।

No comments

Powered by Blogger.